বুধবার (১০ মে) সন্ধ্যা ৭টার দিকে বাড়ির পাশে পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। আঁখি উপজেলার পুরুলিয়া গ্রামের আলম হোসেনের মেয়ে ও পুরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) তারেকুর রহমান বাংলানিউজকে জানান, দুপুরের দিকে বাড়ির পাশে খেলাধুলার এক পর্যায়ে নিখোঁজ হয় আঁখি। অনেক খোঁজাখুঁজি করে কোথাও তাকে পাওয়া যায়নি।
পরে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা পুকুরে জাল ফেলে শিশুটিকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে জালে আঁখির মরদেহ উঠে আসে। ধারণা করা হচ্ছে, খেলার সময় পুকুরের পানিতে পড়ে গিয়ে শিশুটির এ মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময়: ০৩৩৬ ঘণ্টা, মে ১১, ২০১৭
জেডএস