বৃহস্পতিবার (১১ মে) সকাল ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার দাড়িয়াপুর রাস্তার পাশ মরদেহটি উদ্ধার করা হয়।
খোকন শহরের কলেজপাড়া এলাকা থেকে মাদক ব্যবসা পরিচালনা করতেন।
এ বিষয়ে সদর থানার উপ পরিদর্শক (এসআই) মো. সাজিব হোসেন বাংলানিউজকে জানান, সকালে সকালে দাড়িয়াপুর এলাকায় সড়কের পাশে খোকনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে খোকনের মরদেহ উদ্ধার করে।
খোকনের বুকে গুলির চিহ্ন রয়েছে। মরদেহটির পাশে থেকে একটি ব্যাগ, এক জোড়া জুতা ও একটি ক্রাচ (হাতল) পাওয়া। তার বিরুদ্ধে ১২টি মাদকের মামলা রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসাপতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই।
বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, মে ১১, ২০১৭ আপডেট: ১৫৫৩ ঘণ্টা
এনটি