বুধবার (১০ মে) রাত পৌনে ১০টার দিকে শ্রীপুরের মুলাইদ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত শাবানা গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার আখিরা ফতেহপুর এলাকার সিদ্দিকের স্ত্রী।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বাংলনিউজকে বলেন, শ্রীপুরের মুলাইদ এলাকায় স্বামীর সঙ্গে ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন শাবানা।
বুধবার (১০ মে) দিবাগত রাত কারখানার থেকে ফেরার পথে মুলাইদ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা প্রথমে একটি ক্লিনিকে নিয়ে গেলেও ডাক্তাররা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যেতে বলেন। ঢাকা নেওয়ার পথে রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।
ওসি আরো বলেন, এ ঘটনাটি সন্দেহজনক হওয়ায় নিহতের স্বামী সিদ্দিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
ময়নাতদন্তের পর জানা যাবে এটা সড়ক দুর্ঘটনা না হত্যার কোনো ঘটনা বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, মে ১১, ২০১৭
আরএস/জিপি/বিএস