বৃহস্পতিবার (১১ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেলের সহকর্মী সোহেল বাংলানিউজকে জানান, সকালে অফিসে যাওয়া পথে মহাখালী থেকে বাসে উঠতে গিয়ে পা পিছলে ওই বাসের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহন হন কামরুজ্জামান।
তিনি আরও বলেন, কামরুজ্জামানের বাবার নাম জয়লান আবেদিন। তিনি গুলশান-১ এ বাংলালায়ন কমিনিকেউশনের অ্যাসিসস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কাজ করতেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, মে ১১, ২০১৭
এজেডএস/ওএইচ/এএ