ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

রাজধানীতে বাসচাপায় যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৮ ঘণ্টা, মে ১১, ২০১৭
রাজধানীতে বাসচাপায় যুবকের মৃত্যু

ঢাকা: রাজধানীর মহাখালী আমতলী এলাকায় বাসচাপায় কামরুজ্জামান রুবেল (৩৫) নামে এক ব্যক্তি মারা গেছেন।

বৃহস্পতিবার (১১ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেলের সহকর্মী সোহেল বাংলানিউজকে জানান, সকালে অফিসে যাওয়া পথে মহাখালী থেকে বাসে উঠতে গিয়ে পা পিছলে ওই বাসের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহন হন কামরুজ্জামান।

দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, কামরুজ্জামানের বাবার নাম জয়লান আবেদিন। তিনি গুলশান-১ এ বাংলালায়ন কমিনিকেউশনের অ্যাসিসস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কাজ করতেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, মে ১১, ২০১৭
এজেডএস/ওএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।