ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

বানিয়াচংয়ে বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৮ ঘণ্টা, মে ১১, ২০১৭
বানিয়াচংয়ে বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ মে) সকাল সাড়ে ১০টা ও ১১টায় উপজেলার রামগঞ্জ ও মতুরাপুর গ্রামের হাওরে এসব দুর্ঘটনা ঘটে।

নিহত দুই কৃষক হলেন- উপজেলার রামগঞ্জ গ্রামের রজব আলীর ছেলে কিম্মত আলী (৩৮), মতুরাপুর গ্রামের আব্দুল বাছির মিয়ার ছেলে আনহার মিয়া (১৮) ও বাঘাহাতা গ্রামের মধু মিয়া (৪৫) ।

স্থানীয়রা জানান, সকালে রামগঞ্জ গ্রামের কিম্মত ও মতুরাপুর গ্রামের আনহারসহ পাঁচ জন কৃষক হাওরে যান। এসময় বজ্রপাতে পাঁচ জনই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কিম্মত, আনহার ও মধু মিয়াকে মৃত ঘোষণা করেন। বাকি দুই কৃষক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বাংলানিউজকে জানান, মৃত তিন কৃষকের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, মে ১১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।