ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

রাজধানীতে দু’গ্রুপের সংঘর্ষে পথচারী গুলিবিদ্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৫ ঘণ্টা, মে ১১, ২০১৭
রাজধানীতে দু’গ্রুপের সংঘর্ষে পথচারী গুলিবিদ্ধ

ঢাকা: রাজধানীর মিরপুর-১২ এর আলীনগর এলাকায় হ্যাভেলি প্রপার্টিসের জায়গা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে দিদারুল আলম অপু (২৭) নামে এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে পথচারী ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (১১ মে) বেলা ১১টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বাংলানিউজকে বলেন, হ্যাভেলি প্রপার্টিসের মালিক আউয়াল।

আর এ জমির মালিকানা দাবি করেন মাইনুদ্দিন নামে একজন।

তিনি বলেন, আজ সকালে মাইনুদ্দিন তার লোকজন নিয়ে জমিতে আসলে আউয়ালের লোকজনের (আনসার) সঙ্গে বাকবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে আনসার সদস্য ও মাইনুদ্দিনের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আনসার সদস্যদের ছোড়া গুলিতে পথচারী অপু গুরুতর আহত হন। তার ঘাড়ে গুলি লাগে।    

এ ঘটনায় মাইনুদ্দিনসহ দুই আনসার সদস্যকে আটক করে থানায় ‍আনা হয়েছে।


বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, মে ১১, ২০১৭
এজেডএস/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।