বৃহস্পতিবার (১১ মে) বেলা ১১টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বাংলানিউজকে বলেন, হ্যাভেলি প্রপার্টিসের মালিক আউয়াল।
তিনি বলেন, আজ সকালে মাইনুদ্দিন তার লোকজন নিয়ে জমিতে আসলে আউয়ালের লোকজনের (আনসার) সঙ্গে বাকবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে আনসার সদস্য ও মাইনুদ্দিনের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আনসার সদস্যদের ছোড়া গুলিতে পথচারী অপু গুরুতর আহত হন। তার ঘাড়ে গুলি লাগে।
এ ঘটনায় মাইনুদ্দিনসহ দুই আনসার সদস্যকে আটক করে থানায় আনা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, মে ১১, ২০১৭
এজেডএস/বিএস