বৃহস্পতিবার (১১ মে) দুপুরে সাভার কাস্টমস এক্সইজ ও ভ্যাট বিভাগের আয়োজনে সাভারের পাবর্তীনগর এলাকায় মামুন কমিউনিটি সেন্টারে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন- ঢাকা-১৯ এর সংসদ সদস্য ডা. এনামুর রহমান।
তিনি বলেন, নতুন ভ্যাট আইন মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২, জাতীয় সংসদে ২০১২ সালের ১০ জানুয়ারি পাশ হয়েছে। তারপর থেকে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের কর্মকর্তারা এই নতুন ভ্যাট আইন বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে, নতুন ভ্যাট আইন বাস্তবায়ন হলে আমাদের দেশ আর পিছিয়ে থাকবে না।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ বাস্তবায়ন করতে হলে নতুন ভ্যাট আইনের বিকল্প নেই।
প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন- সাভার পৌর মেয়র আব্দুল গণি, বাংলাদেশ জুয়েলারি সমিতির পরিচালক দীলিপ কুমার আগরয়ালা, ঢাকা পশ্চিমের কাস্টমস এক্সাইজ ভ্যাট কমিশনার ড. মো. সহিদুল ইসলাম, সাভার কাস্টমস এক্সইজ ও ভ্যাট বিভাগের ডেপুটি কমিশনার ভারপ্রাপ্ত ইসরাত জাহান রুমাসহ বিভিন্ন করদাতারা অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, মে ১১, ২০১৭
এনটি