আহতরা হলেন- আনোয়ার মিয়া, সমরু মুন্ড এবং সিএনজি চালক লেবু মিয়া।
বৃহস্পতিবার (১১ মে) সকালে লাউয়াছড়া প্রবেশে মুখে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে কার্ভার ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দিনমজুর ইমান উল্লাহ মারা যান। আহতদের উদ্ধার করে প্রথমে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) জাকারিয়া কামাল বাংলানিউজকে জানান, দুর্ঘটনার পরপরই কাভার্ডভ্যান চালক পালিয়ে গেছেন। ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যানটি উদ্ধার করে থানায় পাঠানো হয়েছে। মামলা দায়ের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, মে ১১, ২০১৭
বিবিবি/ওএইচ/বিএস