ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

লাউয়াছড়ায় কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ৩

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৫ ঘণ্টা, মে ১১, ২০১৭
লাউয়াছড়ায় কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ৩ দুর্ঘটনায় পতিত সিএনজি, ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: শ্রীমঙ্গলের লাউয়াছড়া এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ইমান উল্লাহ নামে একজন দিনমজুরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

আহতরা হলেন- আনোয়ার মিয়া, সমরু মুন্ড এবং সিএনজি চালক লেবু মিয়া।

বৃহস্পতিবার (১১ মে) সকালে লাউয়াছড়া প্রবেশে মুখে এ দুর্ঘটনা ঘটে।

ইমান উল্লাহ ফুলবাড়ি চা বাগান এলাকার বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে কার্ভার ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দিনমজুর ইমান উল্লাহ মারা যান। আহতদের উদ্ধার করে প্রথমে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকি‍ৎসার জন্য তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) জাকারিয়া কামাল বাংলানিউজকে জানান, দুর্ঘটনার পরপরই কাভার্ডভ্যান চালক পালিয়ে গেছেন। ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যানটি উদ্ধার করে থানায় পাঠানো হয়েছে। মামলা দায়ের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, মে ১১, ২০১৭
বিবিবি/ওএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।