বুধবার (১১ মে) দিনগত রাত ৩টার দিকে বাড়িগুলো ঘিরে রাখা হয়। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে শুরু হয় তল্লাশি।
এদিকে, রাত ৩টার দিকে কানসাটের রাঘবপুর থেকে আজিজুর রহমান ও বিলবাড়ী এলাকা থেকে বাবু নামে দু’জনকে পুলিশ আটক করেছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে এ ব্যাপারে পুলিশ কিছু বলছে না।
স্থানীয় সূত্রে জানা গেছে, শেষ রাতে প্রথমে রাঘবপুর গ্রামের মৃত নেশ মোহাম্মদের ছেলে আজিজুর রহমানকে আটক করে পুলিশ। আজিজুর রহমান পেশায় ইলেক্ট্রিশিয়ান। পরে তার স্বীকারোক্তি অনুয়ায়ী বিলবাড়ী গ্রামের এসলামের ছেলে জুয়েলের বাড়িতে অভিযান চালানো হয়। তবে ওই সময় জুয়েল বা বাড়ির অন্য কাউকে না পেয়ে জুয়েলের ভাই বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।
অস্ত্র ও বিস্ফোরক থাকতে পারে এমন সন্দেহে আজিজুর রহমান, জুয়েল ও শিবনারায়ণপুর বাঘীতলা গ্রামে রবিউল ইসলামের বাড়িতে অভিযান শুরু করেছে পুলিশ। বর্তমানে বাড়িগুলোতে তল্লাশি চালানো হচ্ছে।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম জানান, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার অভিযানের সূত্র ধরেই মূলত এ জেলায় অভিযান চালানো হচ্ছে। অভিযান শেষ হলে বিস্তারিত জানানো হবে।
বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, মে ১১, ২০১৭
এসআই