বৃহস্পতিবার (১১ মে) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জাফরোল হাসান আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর থানার রুপসী গ্রামের আতাব উদ্দিনের ছেলে সামসাদ আলী (৩৮), একই গ্রামের শাহেদ আলী ভূঁইয়ার দুই ছেলে মো. বাবু (৩৫) ও ওসমান আলী (৪০)।
সিরাজগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, আসামিদের সঙ্গে একই আব্দুর রশিদের ছেলে শাহজাহান আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে ২০১০ সালের ২ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে কৈজুরী গোপালপুর বাঁধ এলাকায় শাহজাহান আলীকে কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায় তারা। স্থানীয়রা তাকে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ৩ ফেব্রুয়ারি তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের ছোট ভাই শাহ আলম ভূঁইয়া বাদী হয়ে ১১ জনকে আসামি করে এনায়েতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ৩ জনকে অভিযুক্ত করে ২০১১ সালের ২৫ সেপ্টেম্বর আদালতে অভিযোগ পত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এ রায় দেন।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, মে ১১, ২০১৭, আপডেট: ১৫৩১ ঘণ্টা
এনটি