ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

স্ত্রী হত্যায় স্বামীসহ দুইজনের মৃত্যুদণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৭ ঘণ্টা, মে ১১, ২০১৭
স্ত্রী হত্যায় স্বামীসহ দুইজনের মৃত্যুদণ্ড স্ত্রী হত্যায় স্বামীসহ দুইজনের মৃত্যুদণ্ড-ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনায় রাজিয়া সুলতানা দীপা (১৯) হত্যা মামলায় স্বামী লিটু মোল্লা (৩০) ও তার ভগ্নিপতি মজিদ হাওলাদারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১১ মে) দুপুরে খুলনার জন নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম সোলায়মান এ রায় দেন।

আসামি লিটু মোল্লা গোপালগঞ্জের তারগ্রাম এলাকার মইনুদ্দিন মোল্লার ছেলে।

রায়ের সময় আসামি লিটু মোল্লা আদালতে উপস্থিত ছিলেন। লিটুর ভগ্নিপতি মজিদ হাওলাদার পলাতক রয়েছেন।

মামলায় রাষ্ট্রপক্ষের কৌশ‍লী ছিলেন বিশেষ পিপি আরিফ মাহমুদ লিটন।

মামলার বিবরণীতে জানা গেছে, ২০০৮ সালের ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় খুলনার খালিশপুরের বিআইডিএস রোডের বাবার বাড়ি থেকে স্বামী লিটুর সঙ্গে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হন দীপা।

৩ ফেব্রুয়ারি পুলিশ দীপার মরদেহ রূপসা ব্রিজ এলাকার জাবুসার বিল থেকে উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল মর্গে পাঠায়।

২৫ ফেব্রুয়ারি দীপার মরদেহের ছবি পত্রিকায় দেখে তার বাবা হারুন অর রশিদ খুমেক হাসপাতালে গিয়ে শনাক্ত করেন মেয়েকে। পরে রূপসা থানা পুলিশ বাদী হয়ে লিটুসহ দু’জনকে আসামি করে হত্যা মামলা করেন।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, মে ১১, ২০১৭
এমআরএম/এএটি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।