ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

মুক্তাগাছায় গণধর্ষণের দায়ে দুইজনের যাবজ্জীবন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫০ ঘণ্টা, মে ১১, ২০১৭
মুক্তাগাছায় গণধর্ষণের দায়ে দুইজনের যাবজ্জীবন

ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছায় পোশাক শ্রমিক গণধর্ষণের দায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১১ মে) দুপুরে ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হেলাল উদ্দিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আবুল কালাম ও মো. সুমন।

ময়মনসিংহের কোর্ট ইন্সপেক্টর নওয়াজেশ আলী মিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৪ সালে ওই পোশাক শ্রমিককে গণধর্ষণ করেন ওই দু’ব্যক্তি। আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন পোশাক শ্রমিকের পরিবার। দীর্ঘদিন মামলা চলার পর আদালত এ রায় দেন।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, মে ১১, ২০১৭
এমএএএম/‌এসআরএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।