ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

অবৈধ পানির ব্যবসা বন্ধে অভিযান, ৭ জনের জরিমান‍া

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৮ ঘণ্টা, মে ১১, ২০১৭
অবৈধ পানির ব্যবসা বন্ধে অভিযান, ৭ জনের জরিমান‍া অবৈধ পানির ব্যবসা বন্ধে অভিযান-ছবি-জিএম মুজিবুর

ঢাকা: রাজধানীর মিরপুর এলাকায় অবৈধভাবে পানি বাজারজাত ও ব্যবসা বন্ধে ভ্রাম্যমাণ আদালত নিয়ে অভিযান চালিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ।

বিএসটিআই’র অনুমোদন ছাড়া পানি বাজারজাত করায় অভিযানে সাতজনকে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাদের সাতদিনের কারাদণ্ডেরও আদেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার (১১ মে) মিরপুর ১০ নম্বর এলাকা বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী হাফিজুল আমীনের নেতৃত্বে এ পরিচালিত হয়। অভিযানে বিএসটিআই’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অবৈধ পানির ব্যবসা বন্ধে অভিযান-ছবি-জিএম মুজিবুরনির্বাহী ম্যাজিস্ট্রেট বাংলানিউজকে জানান, অভিযানে চায়ের দোকান ও পিকআপ ভ্যান থেকে বিএসটিআই‘র অনুমোদনহীন ও অপরিষ্কার পানির চারশ’ প্লাস্টিকের জার জব্দ করা হয়। পরে পানিসহ জারগুলোকে ধ্বংস করে দেওয়া হয়।

কাজী হাফিজুল আমীন আরও জানান, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া পানি উৎপাদন ও বাজারজাত করা অবৈধ। এর পরও দণ্ডিত ব্যবসায়ীরা বেশিরভাগ ঘর থেকে পানি এনে ব্যবসা করছিলেন। পানি বিশুদ্ধ করতে কোনো ধরনের প্রক্রিয়া মানছিলেন না তারা। অস্বাস্থ্যকর পরিবেশে পানি উৎপাদন করে ময়লা জারে বাজারজাত করায় তাদের জরিমানা করা হয়েছে।

সাধারণ মানুষকে সচেতন করতে এবং অবৈধ পানির ব্যবসা বন্ধে এ অভিযান চালানো হয়েছে— জানান তিনি।

বিএসটিআই’র সহকারী পরিচালক মো. রেজাউল হক বলেন, ভোক্তাদের কথা বিবেচনা করে এখন থেকে পুরো রমজান মাসে নিয়মিত পানির অবৈধ ব্যবসা বন্ধে অভিযান পরিচালনা করা হবে।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, মে ১১, ২০১৭
এমসি/এএটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।