ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশালে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৫ ঘণ্টা, মে ১১, ২০১৭
বরিশালে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

বরিশাল: বরিশাল মহানগরে সংঘমিত্র বিশ্বাস প্রমি নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি প্রেমঘটিত কারণে আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে

বৃহস্পতিবার‌ (১১ মে) বেলা ১১টায় নগরের কালিবাড়ি সড়কের সেনারতরী এলাকায় নিজেদের বাড়ি থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ক‌রা হয়‌।

প্রমি বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

তার বাবা হিমাংসু বিশ্বাস বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। ‌তি‌নি ভোলার বোরহানউদ্দিন উপজেলায় কর্মরত র‌য়ে‌ছেন।

কোতোয়ালি মডেল থানার সহকারী পরিদর্শক (এএসআই) মো. আব্দুল ওহাব বাংলানিউজকে বলেন, বুধবার রাতে প্রমি নিজের ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ওই বাড়িতে গিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।

প্রেমঘটিত কারণে ওই শিক্ষার্থী আত্মহত্যা করে থাকতে পারেন বলে মনে করছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. আওলাদ হোসেন।

বাংলা‌দেশ সময়: ১৫০৬ ঘণ্টা, মে ১১, ২০১৭
এমএস/এএটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।