বৃহস্পতিবার (১১ মে) বেলা ১১টায় নগরের কালিবাড়ি সড়কের সেনারতরী এলাকায় নিজেদের বাড়ি থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
প্রমি বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
কোতোয়ালি মডেল থানার সহকারী পরিদর্শক (এএসআই) মো. আব্দুল ওহাব বাংলানিউজকে বলেন, বুধবার রাতে প্রমি নিজের ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ওই বাড়িতে গিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।
প্রেমঘটিত কারণে ওই শিক্ষার্থী আত্মহত্যা করে থাকতে পারেন বলে মনে করছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আওলাদ হোসেন।
বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, মে ১১, ২০১৭
এমএস/এএটি/এইচএ/