ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

নাটোরে সরকারিভাবে গম সংগ্রহ অভিযান শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, মে ১১, ২০১৭
নাটোরে সরকারিভাবে গম সংগ্রহ অভিযান শুরু সরকারিভাবে গম সংগ্রহ অভিযান শুরু-ছবি: বাংলানিউজ

নাটোর: ৪ হাজার ৮১৯ মেট্রিক টন গম সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নিয়ে নাটোরে সরকারিভাবে গম সংগ্রহ অভিযান শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১১ মে) দুপুরে শহরের স্টেশন বড়গাছা এলাকায় জেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে এ গম সংগ্রহের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
 
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আরিফ মোহম্মদ, নলডাঙ্গার ইউএনও রেজা হাসান, জেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মর্তুজা আলী বাবলু প্রমুখ।


 
জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা যায়, এ বছর জেলায় সরকার নির্ধারিত প্রতি কেজি ২৮ টাকা দরে ৪ হাজার ৮১৯ মেট্রিক টন গম সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।   আগামী ৩০ জুন পর্যন্ত এ গম সংগ্রহ অভিযান চলবে।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, মে ১১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।