বৃহস্পতিবার (১১ মে) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খাদিজা নড়িয়া উপজেলার ডগ্রী চৌকিদার কান্দি গ্রামের রাজ্জাক সরদারের মেয়ে এবং স্থানীয় একটি ব্র্যাক স্কুলের শিশু শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয়রা জানায়, সকালে স্কুল থেকে বাড়ি ফিরছিল খাদিজা। পথে চর চিকন্দী এলাকায় রাস্তা পার হওয়ার সময় এক অটোরিকশা তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় সে। এ অবস্থায় খাজিদাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বাংলানিউজকে জানান, অটোরিকশার চাপায় শিশু মারা যাওয়ার খবর শুনেছি। তবে এ বিষয়ে এখনো কেউ অভিযোগ নিয়ে থানায় আসেনি।
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, মে ১১, ২০১৭
আরবি/