ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

শরীয়তপুরে অটোরিকশা চাপায় শিশু নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, মে ১১, ২০১৭
শরীয়তপুরে অটোরিকশা চাপায় শিশু নিহত

শরীয়তপুর: শরীয়তপুর সদর উপজেলার চর চিকন্দী এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার চাপায় খাদিজা আক্তার (৬) নামে একটি শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১১ মে) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খাদিজা নড়িয়া উপজেলার ডগ্রী চৌকিদার কান্দি গ্রামের রাজ্জাক সরদারের মেয়ে এবং স্থানীয় একটি ব্র্যাক স্কুলের শিশু শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয়রা জানায়, সকালে স্কুল থেকে বাড়ি ফিরছিল খাদিজা। পথে চর চিকন্দী এলাকায় রাস্তা পার হওয়ার সময় এক অটোরিকশা তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় সে। এ অবস্থায় খাজিদাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বাংলানিউজকে জানান, অটোরিকশার চাপায় শিশু মারা যাওয়ার খবর শুনেছি। তবে এ বিষয়ে এখনো কেউ অভিযোগ নিয়ে থানায় আসেনি।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, মে ১১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।