ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

নাটোরে জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান, ২ নারী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, মে ১১, ২০১৭
নাটোরে জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান, ২ নারী আটক

নাটোর: জঙ্গি আস্তানা সন্দেহে নাটোর সদর উপজেলার বড়হরিশপুর এলাকার  দু’টি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। ওই দুই বাড়িতে থাকা সন্দেহভাজন জঙ্গিদের আত্মসমর্পণ করতে মাইকিং করা হচ্ছে। বৃহস্পতিবার (১১ মে) দুপুরে দুই বাড়ির একটি থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দুই নারীকে।

সকাল ৯টা থেকে বগুড়া ও নাটোর পুলিশ যৌথভাবে বড়হরিশপুর এলাকায় পুলিশ লাইন্সের পশ্চিম পাশে অবস্থিত অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব আমজাদ হোসেনের নার্গিস গার্ডেন নামে তিনতলা বাড়ি এবং পূর্ব পাশের আব্দুল হাই মোল্লার একতলা বাড়ি ঘেরাও করে রেখেছে।

দুপুর ২টার দিকে আব্দুল হাই মোল্লার বাড়ি থেকে দুই নারীকে আটক করা হয়।

অপরদিকে, ঘিরে রাখা বাড়িতে অবস্থানরত সন্দেহ ভাজনদের মাইকিং করে আত্মসর্মপণ করতে বলা হচ্ছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মশিউর রহমান বাংলানিউজকে জানান, বড়হরিশপুর এলাকার দুই বাড়ির একটিতে দু’জন ও অপর বাড়িতে চারজন জঙ্গি অবস্থান করছেন- এমন সংবাদের ভিত্তিতে বাড়ি দু’টি ঘিরে রেখেছে পুলিশ।

তিনি আরো জানান, চার মাস আগে নার্গিস গার্ডেনের নিতচলা ভাড়া নেন আরিফ হোসেন হৃদয় নামে এক মেডিকেল প্রতিনিধি। সন্দেহভাজন আরিফ ছাড়া ওই বাসায় আর কতোজন রয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

অপর বাড়িটিতে চার জঙ্গি রয়েছেন বলে সন্দেহ করছে পুলিশ। এজন্য ওই বাড়িতে অবস্থানকারীদের বেরিয়ে আসার জন্য মাইকিং করা হচ্ছে। দুপুর দুইটার দিকে ওই বাড়ি থেকে দুই নারীকে আটক করে পুলিশ লাইনে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

** এবার নাটোরে জঙ্গি আস্তানা সন্দেহে ২টি বাড়ি ঘেরাও

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, মে ১১, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।