বৃহস্পতিবার (১১ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। লিজা বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ম্যানেজমেন্ট বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
স্থানীয় সূত্রে জানায়, লিজা মাহিন্দ্রায় (থ্রি হুইলার) চড়ে যাচ্ছিলেন। ব্র্যাক অফিসের সামনে পৌঁছালে লিজা মাহিন্দ্রা থেকে পড়ে গেলে পেছন থেকে একটি বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুত্বর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসাপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে এ দুর্ঘটনার পর স্থানীয়রা বিক্ষোভ করলে কিছু সময় ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে বলেও স্থানীয় সূত্রে জানা যায়।
জরুরি বিভাগের ডা. মামুন অর রশিদ বাংলানিউজকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মে ১১, ২০১৭
এমএস/এসআরএস/বিএস