শপথ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম করছেন মনিরুল হক সাক্কু /ছবি: ইয়াসিন কবির জয়
ঢাকা: কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মনিরুল হক সাক্কু শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম করে দোয়া নিয়েছেন।
বৃহস্পতিবার (১১ মে) প্রধানমন্ত্রীর তার কার্যালয়ে বিএনপি থেকে মনোনয়ন নিয়ে নির্বাচিত মেয়র সাক্কুকে শপথ পাঠ করান।
শপথগ্রহণ শেষে সাক্কু প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করে দোয়া চান।
শেখ হাসিনাও হাসিমুখে তার পিঠে হাত রেখে দোয়া করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
এই মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন ফটো সাংবাদিক ইয়াসিন কবির জয়।
বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, মে ১১, ২০১৭
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।