ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

তিস্তা ব্যারেজে পাথর উত্তোলনের ৩টি মেশিন জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, মে ১১, ২০১৭
তিস্তা ব্যারেজে পাথর উত্তোলনের ৩টি মেশিন জব্দ তিস্তা ব্যারেজে পাথর উত্তোলনের ৩টি মেশিন জব্দ

লালমনিরহাট: দেশের বৃহত্তম সেচ প্রকল্প দোয়ানী তিস্তা ব্যারেজ এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলনের আপরাধে ছয়টি নৌকা ও তিনটি মেশিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১১ মে) সকালে এ বিষয়ে লালমনিরহাটের হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

হাতীবান্ধা থানার উপ পরিদর্শক (এসআই) নুর আলম সরকার বাংলানিউজকে জানান, উপজেলার সানিয়াজানে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকায় মেশিন দিয়ে অবৈধভাবে পাথর উত্তোলন করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার (১০ মে) রাতে পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়।

অভিযানের বিষয়টি টেরে পেয়ে পাথর উত্তোলনকারীরা পালিয়ে যায়। এসময় সেখান থেকে ছয়টি নৌকা, তিনটি পাথর উত্তোলনের মেশিন ও কিছু পাথর জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় সকালে উপ সহকারী ভ‍ূমি কর্মকর্তা (তহশিদার) বিপুল কুমার বাদি হয়ে অজ্ঞতানামা আসামি করে হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করেন।

হাতীবান্ধা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ এনামুল কবির বাংলানিউজকে জানান, শুধু নদীতেই নয়, যেকোনো স্থানে মেশিন দিয়ে অবৈধভাবে পাথর-বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মে ১১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।