বৃহস্পতিবার (১১ মে) সকালে এ বিষয়ে লালমনিরহাটের হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
হাতীবান্ধা থানার উপ পরিদর্শক (এসআই) নুর আলম সরকার বাংলানিউজকে জানান, উপজেলার সানিয়াজানে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকায় মেশিন দিয়ে অবৈধভাবে পাথর উত্তোলন করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার (১০ মে) রাতে পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়।
অভিযানের বিষয়টি টেরে পেয়ে পাথর উত্তোলনকারীরা পালিয়ে যায়। এসময় সেখান থেকে ছয়টি নৌকা, তিনটি পাথর উত্তোলনের মেশিন ও কিছু পাথর জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় সকালে উপ সহকারী ভূমি কর্মকর্তা (তহশিদার) বিপুল কুমার বাদি হয়ে অজ্ঞতানামা আসামি করে হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করেন।
হাতীবান্ধা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ এনামুল কবির বাংলানিউজকে জানান, শুধু নদীতেই নয়, যেকোনো স্থানে মেশিন দিয়ে অবৈধভাবে পাথর-বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মে ১১, ২০১৭
এনটি