বৃহস্পতিবার (১১ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতিসংঘ ঘোষিত 'সড়ক নিরাপত্তা সপ্তাহ ২০১৭' পালন উপলক্ষে নিরাপদ সড়ক চাই আয়োজিত এক মানববন্ধনে এ তথ্য জানানো হয়।
'গতি কমাও, জীবন বাচাও' স্লোগানকে সামনে রেখে মানববন্ধনে বক্তরা বলেন, ৫০ কিলোমিটার গাড়ির গতি থাকলে পরিণত বয়সের পথচারীদের প্রাণহাণীর সম্ভাবনা থাকে ২০ শতাংশ।
শুষ্ক রাস্তায় ৮০ কিলোমিটার বেগে গাড়ি চলার সময় সম্পূর্ণরূপে থামতে ব্রেক করলেও ৫৭ মিটার অগ্রসর হয়। কিন্তু গাড়ি যখন ৫০ কিলোমিটার বেগে চলে তখন ২৭ মিটার অগ্রসর হয়।
মানববন্ধনে নিসচা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, জাতিসংঘ বলছে গতি কমাও জীবন বাঁচাও, আর আমরা বলছি যতো গতি ততো ক্ষতি। এটা আমাদের চালকদের মাথায় রেখে গাড়ি চালাতে হবে। শুধু চালকদের দোষ দিলে হবে না। আমরা যারা গাড়িতে অবস্থান করবো, তাদের দেখতে হবে চালক কিভাবে গাড়ি চালান।
অন্যদিকে জাতিসংঘ ঘোষিত 'সড়ক নিরাপত্তা সপ্তাহ ২০১৭' পালন শুরু হয় ৮ মে থেকে। যা নানা কার্যক্রম নিয়ে চলবে ১৪ মে পর্যন্ত। এছাড়া ১৪ মে নিরাপদ সড়ক চাই ও স্বাস্থ্য অধিদফতর একত্রিত হয়ে চালকদের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করবে।
মানবন্ধনের আগে নিসচা কার্যালয় থেকে একটা জনসচেতনতা র্যালি নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, মে ১১, ২০১৭
এসটি/এএটি/বিএস