বৃহস্পতিবার (১১ মে) বেলা ১১টায় পিচরেট শ্রমিক কল্যাণ সমিতির ব্যানারে নগরের রূপাতলী এলাকায় তত্ত্বাবধায়ক প্রকৌশলীর অফিস চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কেন্দ্রীয় সহ-সভাপতি ও বরিশাল সার্কেল পিচরেট শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি মো. সিরাজুল ইসলাম মানিকের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ২১ জেলায় কর্মরত প্রায় পাঁচ শতাধিক শ্রমিক গত ১৫ থেকে ২০ বছর ধরে কাজ করে আসছে।
সততার সহিত ওজোপাডিকোর সার্বিক উন্নয়ন ও সন্তোষজনক রাজস্ব আদায়ে কাজ করে যাচ্ছে পিচরেট শ্রমিকরা। কিন্তু তারাই আজ অস্থায়ীভাবে এখানে কর্মরত রয়েছেন।
সমাবেশে বক্তব্য রাখেন, বরিশাল সার্কেল পিচরেট কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. রেজাউল হক পলাশ, কেন্দ্রীয় কমিটির সদস্য মো. নাঈম ইসলাম, মো. মিজানুর রহমানসহ বিভিন্ন জেলার পিচরেট শ্রমিক কল্যাণ সমিতির সদস্যরা।
পিচরেট শ্রমিক কল্যাণ সমিতির আন্দোলনে সংহতি প্রকাশ করে এতে উপস্থিত ছিলেন- ওজোপাডিকোর বরিশাল শ্রমিক লীগের সভাপতি মো. মোখলেছুর রহমান পনু ও সাধারণ সম্পাদক সামসুদ্দিন আহমেদ বাবুল সহ শ্রমীক লীগ নেতারা।
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, মে ১১, ২০১৭
এমএস/এএটি/বিএস