ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

‘ব্র্যান্ডিং’ এর অভাবে দক্ষ শ্রমিকরা পিছিয়ে যাচ্ছেন 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, মে ১১, ২০১৭
‘ব্র্যান্ডিং’ এর অভাবে দক্ষ শ্রমিকরা পিছিয়ে যাচ্ছেন  অনুষ্ঠানে বক্তারা-ছবি-বাংলানিউজ

ঢাকা: ‘ব্র্যান্ডিং’ এর অভাবে দেশীয় দক্ষ শ্রমিকরা বিদেশি বাজারে পিছিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব জাবেদ আহমেদ।

বৃহস্পতিবার (১১ মে) দুপুরে রাজধানীর সোবহানবাগে ড্যাফোডিল টাওয়ারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দিপ্তী) আয়োজিত সনদ বিতরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জাবেদ আহমেদ বলেন, দেশে বর্তমানে প্রচুর দক্ষ লোকবল সরকারি ও বেসরকারি উদ্যোগে তৈরি হচ্ছে।

তারা আধুনিক প্রযুক্তি ও সময় উপযোগী শিক্ষার মাধ্যমেই নিজেদের গড়ে তুলছেন। কিন্তু সঠিক ব্র্যান্ডিং না থাকায় তারা আন্তর্জাতিক প্রতিযোগিতায় এগোতে পারছে না। আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান শক্ত করতে দেশের দক্ষ শ্রমিকদের প্রচারণা ও ব্র্যান্ডিং করতে হবে।

তিনি বলেন, যেসব দেশ মাইগ্রেন্ট ওয়ার্কারদের নেই তারা সব সময় দক্ষ ও প্রশিক্ষিত লোকবল চাই। তারা সেই চাহিদা পূরণ করতে শ্রীলংকা বা ফিলিপাইনের মতো দেশগুলোতে যায়। আর আমাদের দেশ থেকে যেসব শ্রমিক নেয় তারা সাধারণত চতুর্থ শ্রেণির কাজ করে। তারা এখনো জানে না বাংলাদেশে এখন প্রচুর দক্ষ শ্রমিক তৈরি হচ্ছে। সরকারি ও বেসরকারি পর্যায়ে সবার প্রচেষ্টায় এই শূন্যতা কমাতে হবে। আমরা যত বেশি ব্র্যান্ডিং করবো তত বেশি দক্ষ শ্রমিক বিদেশ পাঠাতে পারবো।

তিনি আরও বলেন, যত বেশি দক্ষ লোকবল বিদেশে পাঠানো যাবে তত বেশি রেমিটেন্স দেশে আসবে। ইতোমধ্যে সরকার দক্ষ লোকবলের ব্র্যান্ডিং করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বেসরকারি খাতও এ কাজে সরকারকে সহায়তা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পরে দিপ্তীর বিভিন্ন কোর্সের শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন জাবেদ আহমেদ।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের নির্বাহী প্রকল্প পরিচালক আবদুর রউফ তালুকদার, ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান মো.সবুর খান, ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্কের নির্বাহী পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান ও দিপ্তীর নির্বাহী পরিচালক রথীন্দ্র নাথ দাস প্রমুখ।

বাংলাদেশে সময়: ১৮৫৯ ঘণ্টা  মে ১১,২০১৭
এমএ/আরআর/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।