বৃহস্পতিবার (১১ মে) হোটেল সোনারগাঁওয়ে দু’দিনব্যাপী জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকিহ্রাস বিষয়ে তৃতীয় এশিয়া-প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়ন (এবিইউ) মিডিয়া সম্মেলনে একথা বলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তিনি বলেন, বাংলাদেশসহ ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রগুলোতে জলবায়ু সংকটের ভয়াবহতা সবচেয়ে বেশি।
এককভাবে কোনো দেশের পক্ষে এ সংকট মোকাবিলা করা সম্ভব নয় জানিয়ে মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনে শিশু, নারী ও প্রবীণরা বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে।
এ বিষয়ে সবাইকে সচেতন করতে মিডিয়াকে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
‘সকলের জন্য তথ্য: গণমাধ্যমের মাধ্যমে প্রাণরক্ষা’ প্রতিপাদ্য সামনে রেখে এ সম্মেলনে এবিইউয়ের ৬৯টি সদস্য দেশের প্রায় ৩৫০ জন বিশেষজ্ঞ যোগ দিয়েছেন।
এতে আরও বক্তব্য রাখেন বিটিভির মহাপরিচালক হারুন-উর-রশীদ, প্রফেসর মফিজুর রহমান প্রমুখ।
সম্মেলনে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা, দুর্যোগকালীন জরুরি সম্প্রচার ব্যবস্থা ও দুর্যোগ মোকাবিলায় সম্প্রচারকারীদের বাস্তব অভিজ্ঞতাসহ সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা চলছে।
বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, পরিবেশ ও বন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, তথ্য অধিদফতর ও গণযোগাযোগ অধিদফতরের প্রতিনিধিরা সম্মেলনে যোগ দেন।
বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, মে ১১, ২০১৭
কেজেড/আরআর/এএ