ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীতে টমটম উল্টে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, মে ১১, ২০১৭
পটুয়াখালীতে টমটম উল্টে নিহত ১

পটুয়াখালী: পটুয়াখালীর দশমিনার নিজাবাদ গ্রামে রড বোঝাই টমটম উল্টে মো. মোস্তফা দেওয়ান (৪৫) নামে এক টমটম চালক মারা গেছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মো. মনির (৩০) নামে একজন।

বৃহস্পতিবার (১১ মে) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনায় ঘটে। নিহত মোস্তফা দেওয়ান পশ্চিম আলীপুর গ্রামের আব্দুর রহিম দেওয়ানের ছেলে ও আহত মনির পশ্চিম আলীপুর গ্রামের কেতাব আলীর ছেলে।

দশমিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. ইউনুচ আলী বাংলানিউজকে বলেন, আলীপুর-দশমিনা সড়কের নিজাবাদ গ্রামের মল্লিক বাড়ির সামনে রড বোঝাই টমটম নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোস্তফা দেওয়ানকে মৃত ঘোষণা করেন।

আহত মনিরকে হাসপাতালে চিকিৎসা দেওয়‍া হচ্ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, মে ১১, ২০১৭
এমএস/জিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।