বৃহস্পতিবার (১১ মে) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনায় ঘটে। নিহত মোস্তফা দেওয়ান পশ্চিম আলীপুর গ্রামের আব্দুর রহিম দেওয়ানের ছেলে ও আহত মনির পশ্চিম আলীপুর গ্রামের কেতাব আলীর ছেলে।
দশমিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. ইউনুচ আলী বাংলানিউজকে বলেন, আলীপুর-দশমিনা সড়কের নিজাবাদ গ্রামের মল্লিক বাড়ির সামনে রড বোঝাই টমটম নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোস্তফা দেওয়ানকে মৃত ঘোষণা করেন।
আহত মনিরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, মে ১১, ২০১৭
এমএস/জিপি/এএ