বৃহস্পতিবার (১১ মে) সন্ধ্যায় রাজশাহী ফায়ার সার্ভিসের বিভাগীয় উপ পরিচালক নুরুল ইসলামকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী ১৫দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
ফায়ার সার্ভিসের অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স ডাইরেক্টর মেজর জেনারেল শাকিল নেওয়াজ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, যে কোনো অভিযানে ফায়ার সার্ভিসের কর্মীরা সাধারণত আইনশৃঙ্খলা বাহিনীর সহায়ক কর্মী হিসেবে কাজ করে। এজন্য এখানে কোনো ত্রুটি ছিল কি না বা এখানে আসার বিষয়ে তাদের প্রস্তুতির কোনো কমতি ছিল কি না, তা কমিটিকে দেখতে বলা হয়েছে।
এ কমিটির প্রতিবেদন পাওয়ার পর সুপারিশ মতে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এর আগে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) গিয়ে আবদুল মতিনের মরদেহ দেখে আসেন। তার দাফন কাফনের জন্য তাৎক্ষণিকভাবে বিশ হাজার টাকার অনুদান দেন তিনি।
নিহত আবদুল মতিনের বাগি গোদাগাড়ী মাটিকাটা ইউনিয়নে।
এদিকে রামেকে মতিনের ময়নাতদন্ত শেষ করে মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে। সেখানে বাদ এশা তার জানাজা হবে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, মে ১১, ২০১৭
এসএস/এসএইচ