ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

রাজধানীতে শিশু ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, মে ১১, ২০১৭
রাজধানীতে শিশু ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেফতার

ঢাকা: রাজধানীর উত্তরখান এলাকায় এক মাদ্রাসা ছাত্রীকে (৯) ধর্ষণের অভিযোগে সৎ বাবা শেখ আয়নুল হককে (৬৫) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১০ মে) বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে শিশুটিকে পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেন পুলিশসহ স্বজনরা।

শিশুটি মা বাংলানিউজকে জানান, পারিবারিক কলহের জের ধরে তার প্রথম স্বামীর (শিশুটির বাবা) সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় তার। পরে গত ১৫ মাস যাবৎ শেখ আয়নুল হক নামে এই ব্যক্তির সঙ্গে তার বিয়ে হয়।

আয়নুল হকের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, বুধবার দুপুরে আমি বাসায় না থাকায় তার সৎ বাবা আমার মেয়েকে ধর্ষণ করে।

উত্তরখান থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, শিশুটির মা নিজেই বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলায় পরিপ্রেক্ষিতে তার বর্তমান স্বামী আয়নুল হককে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, মে ১১, ২০১৭
এজেডএস/এসআরএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।