ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

নলডাঙ্গায় ১৫ আদিবাসী পরিবারকে নগদ অর্থ-চাল বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, মে ১১, ২০১৭
নলডাঙ্গায় ১৫ আদিবাসী পরিবারকে নগদ অর্থ-চাল বিতরণ নলডাঙ্গায় ১৫ আদিবাসী পরিবারকে নগদ অর্থ-চাল বিতরণ-ছবি: বাংলানিউজ

নাটোর: নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর গ্রামে আদালতের রায়ে উচ্ছেদ হওয়া ১৫টি ক্ষতিগ্রস্ত আদিবাসী পরিবারসহ মোট ১৬টি পরিবারকে নগদ অর্থ ও ৩০ কেজি করে চাল বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

বৃহস্পতিবার (১১ মে) বিকেলে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ ও চাল বিতরণের পাশাপাশি তিনদিনের মধ্যে প্রতিটি পরিবারকে দুই বান্ডিল করে ঢেউটিন, নগদ ছয় হাজার করে টাকা করে দেয়ার ঘোষণা দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মর্তুজা আলী বাবলু, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট আঞ্জুয়ারা পারভিন রত্না, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ তোতা, মাধনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমজাদ হোসেন দেওয়ান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেন মৃধা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, মে ১১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।