বৃহস্পতিবার (১১ মে) বিকেল ৪টায় পুকুরিডাঙ্গার মুসলিম মার্কেটের আদর্শ ডিজিটাল স্টুডিওতে র্যাব অভিযান চালায়।
আটক আশরাফুল উপজেলার আমবাড়ি গ্রামের রমজান আলীর ছেলে।
নীলফামারী র্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শাহিনুর কবির বাংলানিউজকে জানান, পুকুরিডাঙ্গা বাজারে স্টুডিও ব্যবসার আড়ালে একটি চক্র দীর্ঘদিন ধরে জালনোট তৈরি করছিল। বিষয়টি জানতে পেয়ে অভিযান চালিয়ে ১১ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়। এসময় জাল নোট তৈরির সরঞ্জাম, কম্পিউটারসহ একটি প্রিন্টার জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, এর সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে। মামলার প্রস্ততি চলছে।
বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, মে ১১, ২০১৭
আরআর/এএ