ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

সিংগাইরে ইয়াবাসহ যুবক আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, মে ১১, ২০১৭
সিংগাইরে ইয়াবাসহ যুবক আটক

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইর থেকে ইয়াবাসহ রহিম মিয়া (২৬) নামে এক যুবককে আটক করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা।

বৃহস্পতিবার (১১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জয়মন্টপ বাজারের ভাই ভাই ইঞ্জিনিয়ারিং নামে একটি স্টিলের কারখানা থেকে তাকে আটক করা হয়।

আটক রহিম মিয়া ওই এলাকার চুন্নু মিয়ার ছেলে এবং ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ইনচার্জ সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিংগাইর থানায় মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, মে ১১, ২০১৭
আরআর/এএ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।