ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

‘এটা আমাদের জন্য লজ্জার’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, মে ১১, ২০১৭
‘এটা আমাদের জন্য লজ্জার’ সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে স্মারক তুলে দিচ্ছেন সৌদি আরবের স্পিকার ড. আব্দুল্লাহ বিন মোহাম্মদ বিন ইবরাহীম আলে আল-শাইখ। ছবি: পিআইডি

ঢাকা: মুসলমানদের নিজেদের মধ্যে সংঘাতের কারণ ও সমাধানের উপায় খুঁজে বের করতে মুসলিম নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে বেহেশত লাভের আশায় কিছু বিপথগামী যুবকের আত্মঘাতী কর্মকাণ্ডে জড়িয়ে পড়াকে লজ্জাজনক হিসেবে উল্লেখ করেছেন তিনি।

বৃহস্পতিবার (১১ মে) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে বাংলাদেশে সফররত সৌদি আরবের মজলিশ ই শুরার (পরামর্শমূলক পরিষদ) স্পিকার ড. আব্দুল্লাহ বিন মোহাম্মদ বিন ইবরাহীম আলে আল-শাইখের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাতে এলে তিনি এ কথা বলেন।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।

সাক্ষাৎ অনুষ্ঠানে ড. আব্দুল্লাহ বিন মোহাম্মদের সঙ্গে আলাপে প্রধানমন্ত্রী বলেন, মুসলমানদের ভ্রাতৃঘাতী যুদ্ধে অন্যরা সুবিধা নিচ্ছে, অস্ত্র ব্যবসায়ীরা লাভবান হচ্ছে।  

বিবাদমান বিভিন্ন মুসলিম গোষ্ঠীর মধ্যকার সংঘাত ও সংঘর্ষ বন্ধের ওপরও গুরুত্বারোপ করেন শেখ হাসিনা।  

প্রধানমন্ত্রী মুসলিম নেতাদের এক সঙ্গে বসে, অভ্যন্তরীণ সংঘাতের কারণ ও সমস্যাগুলো চিহ্নিত করে একটা সমাধান খুঁজে বের করারও আহ্বান জানান।

সংঘাতপূর্ণ বিভিন্ন দেশের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, শত শত মুসলিম মারা যাচ্ছে, অনেককে বিভিন্ন দেশে উদ্বাস্তু হিসেবে আশ্রয় নিতে হচ্ছে। আল্লাহ শেষ বিচারক।

বেহেশত লাভের আশায় বিপথগামী যুবকদের আত্মঘাতী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এটা আমাদের জন্য লজ্জার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌদি আরবের স্পিকার ড. আব্দুল্লাহ বিন মোহাম্মদ বিন ইবরাহীম আলে আল-শাইখের সাক্ষাৎ।  ছবি: পিআইডিস্পিকারের সঙ্গে সাক্ষাতে সৌদি আরবের সঙ্গে সুসর্ম্পকের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সব বাংলাদেশিদের হৃদয়ে সৌদি আরব বিশেষ জায়গা করে আছে এবং দুই পবিত্র মসজিদের সঙ্গে একটা আবেগের সম্পর্ক রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন সৌদি আরব সফর প্রসঙ্গে ড. আব্দুল্লাহ বিন মোহাম্মদ বলেন, এ সফরের মধ্যে দিয়ে দুই দেশের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সর্ম্পক আরও শক্তিশালী হবে।
 
তিনি বলেন, সৌদি বাদশা ও দুই পবিত্র মসজিদের তত্বাবধায়ক সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ তাকে বলেছেন যে বাংলাদেশের সঙ্গে ভ্রাতৃপ্রতীম সম্পর্ক আগামী দিনগুলোতে আরও শক্তিশালী হবে।
 
আগামী ২১ মে রিয়াদে অনুষ্ঠেয় ‘অ্যারাবিক ইসলামিক আমেরিকান হিসটোরিক্যাল সামিট’র কথা উল্লেখ করে সৌদি স্পিকার বলেন, এ সম্মেলনে মুসলিম বিশ্বের সমস্যাগুলো আলোচনা হবে এবং একটা সমাধানের পথ বেরিয়ে আসবে।  
 
যুবকদের সন্ত্রাস ও জঙ্গিবাদের সঙ্গে জড়িয়ে পড়া প্রসঙ্গে ড. আব্দুল্লাহ বিন মোহাম্মদ বলেন, সব দেশে যুবকদের কিছু সমস্যা আছে, তারা ভুল পথে চলে যায়।
 
ওলামা-মাশায়েখদের উচিত ইসলামের প্রকৃত শান্তির বাণী প্রচার করা। এক্ষেত্রে তাদের দায়বদ্ধতার কথা উল্লেখ করেন ড. আব্দুল্লাহ বিন মোহাম্মদ।  

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংসদ সদস্য বি এইচ হারুন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ এইচ এম আল মুতাইরি।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, মে ১১, ২০১৭
এমইউএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।