এ আই জি (মিডিয়া) সোহেলী ফেরদৌস বাংলানিউজকে জানিয়েছেন, গ্রেফতারের পর রাজধানীর বনানীর এক রেস্টুরেন্টে দুই বিশ্ববিদ্যালয়ছাত্রীকে ধর্ষণ মামলার প্রধান আসামি সাফাত ও তার সহযোগী সাদমানকে নিয়ে ডিএমপি পুলিশ সদরদপ্তরের একটি টিম ঢাকার উদ্যেশে রওনা হয়েছে।
এর আগে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), জেলা পুলিশ এবং ঢাকা থেকে আসা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের টিম গ্রেফতার অভিযানে অংশ নেয়।
সিলেট জেলার পুলিশ সুপার (এসপি) মনিরুজ্জামান ও মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার এডিসি জেদান আল মুসা গ্রেফতার অভিযানের বিষয়ে বাংলানিউজকে জানান।
বনানীর ‘দ্য রেইন ট্রি’ হোটেলে জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ করে ওই দুই বিশ্ববিদ্যালয়ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ৬ মে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়।
বনানী থানায় দায়ের করা এ মামলায় পাঁচজনকে আসামি করা হয়। আসামিরা হলেন- সাফাত আহমেদ, নাঈম আশরাফ, বিল্লাল হোসেন, সাদমান সাকিফ ও আজাদ।
মামলায় অভিযোগ করা হয়, আসামি সাফাত ও নাঈম ওই দুই তরুণীর বন্ধু। জন্মদিনের পার্টিতে দাওয়াত দিয়ে হোটেলে নেওয়ার পর সাফাত ও নাঈম হোটেলের একটি কক্ষে নিয়ে রাতভর দুই তরুণীকে আটকে রেখে ধর্ষণ করে।
অপর তিন আসামির বিরুদ্ধে ধর্ষণে সহায়তা ও ভিডিও ধারণের অভিযোগ আনা হয় মামলায়।
এ মামলায় বৃহস্পতিবার (১১ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দিয়েছেন দুই ছাত্রী।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মে ১১, ২০১৭/আপডেট ১০৫০ ঘণ্টা
এনইউ/এসজেএ/এইচএ/জেডএম