ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে পিতা-পুত্রকে পিটিয়ে হত্যা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, মে ১১, ২০১৭
খাগড়াছড়িতে পিতা-পুত্রকে পিটিয়ে হত্যা হাসপাতালে আহত লক্ষ্মী ত্রিপুরা। ছবি: অপু দত্ত

খাগড়াছড়ি: খাগড়াছড়ির নুনছড়ি এলাকায় পূর্ব শত্রুতার জেরে পিতা ও পুত্রকে পিটিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ মে) রাত অনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় একই পরিবারের আরো দুই সদস্য আহত হন।

আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- পিতা চিরঞ্জিত ত্রিপুরা, ছেলে কর্ণ জ্যোতি ত্রিপুরা এবং আহতরা হলেন- নিহত চিরঞ্জিতের স্ত্রী ভবে লক্ষ্মী ত্রিপুরা (৪৫) ও কর্ণ জ্যোতির স্ত্রী বিজলী ত্রিপুরা (৩০)।

নিহতের ছেলে উমেশ কান্তি ত্রিপুরা বলেন, নুনছড়ি এলাকার ইউপি সদস্য কালি বন্ধু ত্রিপুরা এবং তার ছেলে প্রদীপ ত্রিপুরা ও রচন বিকাশ ত্রিপুরাসহ এলাকার ৮ থেকে ১০ মিলে আমাদের পরিবারের উপর হামলা চালায়। তারা পিটিয়ে ও গুলি করে আমার বাবা ও ভাইকে হত্যা করে। মা ও ভাবীকে হাসপাতালে নেয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার আলী আহম্মদ বাংলানিউজকে বলেন, পারিবারিক দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০১২৭ ঘন্টা, মে ১২, ২০১৭
এএম/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।