বৃহস্পতিবার (১১ মে) দিবাগত রাতে গুরুদাসপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুজ্জামান বাদী হয়ে এই মামলা করেন।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা চত্বরে পুলিশের সাথে আওয়ামীগ কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় মনিরুল ইসলাম(২৮) ও আমিনুল ইসলাম রবিন (২৫) নামে দুইজনকে আটক করা হয়েছে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বাংলানিউজকে জানান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শাহনেওয়াজ মোল্লা ও তার সমর্থকরা এলকায় বিশৃংখল পরিস্থিতি সৃষ্টি করতে বৃহস্পতিবার (১১ মে) সকাল সাড়ে ১০টার দিকে দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে উপজেলা চত্বরে এসে শো-ডাউন দিতে থাকে।
এসময় পুলিশ বাধা দিতে গেলে তিনিসহ তার কর্মী-সমর্থকরা হামলা চালিয়ে পুলিশকে মারপিট করেন এবং সরকারি কাজে বাধা দেন।
এ ঘটনায় মেয়র শাহনেওয়াজ মোল্লাসহ ৬৫ জনকে আসামি করে মামলা রুজু হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। শিগগিরই অন্যদের আটকে অভিযান পরিচালনা করা হবে।
বাংলাদেশ সময়: ০৪০৫ ঘণ্টা, মে ১২, ২০১৭
জেডএম/