শুক্রবার (১২ মে) সকালে যশোর জেনারেল হাসপাতালে ওহিদুল ইসলাম (৩৫) নামে ওই ব্যক্তির মৃত্যু হয়। তার বাবার নাম গোলাম শেখ।
বৃহস্পতিবার (১১ মে) বিকেলে বিল্লাল হোসেনের ছাগল একই গ্রামের শাহজাহানের পাট ক্ষেতে ঢুকে পাট খায়। এ ঘটনায় উভয়পক্ষ দ্বন্দ্বে জড়িয়ে পড়ে।
রাতে স্থানীয় চেয়ারম্যান আলী হোসেন সালিশ ডাকলে সেখানেও হামলা হয়। এতে ইউপি সদস্য ইসমাইল হোসেনসহ পাঁচজন আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বাংলানিউজকে বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। একজন নিহতের খবর পেয়েছি, তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০৮১৬ ঘণ্টা, মে ১২, ২০১৭
এএম/আইএ