শুক্রবার (১২ মে) সকাল পৌনে ৯টার দিকে ডিএমপির বোমা নিষ্ক্রিয়কারী দল আস্তানায় প্রবেশ করে। কোনো বিস্ফোরক আছে কিনা তারা তা খুঁজে দেখছে।
তাদের কাজ শেষ হলেই ধানক্ষেতে পড়ে থাকা পাঁচ জঙ্গির মরদেহ সেখান থেকে সরানো হবে।
রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুমিত চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।
আরও বিস্তারিত পড়তে:
অপারেশন ‘সান ডেভিলে’ এখন বোমা নিষ্ক্রিয়কারী দল
বৃহস্পতিবার (১১ মে) সকালে পুলিশের জঙ্গিবিরোধী অভিযানের সময় তারা আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত হয়। ঘটনাস্থলের চারপাশে এখনও ১৪৪ ধারা জারি রয়েছে। নিষেধাজ্ঞা থাকা এলাকায় উড়ছে লাল পতাকা। বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি বলেন, সকালে পুলিশ সদস্যদের দায়িত্ব পরিবর্তন করা হয়েছে। এর পরপরই অভিযানেরও প্রস্তুতি নেওয়া হয়। এ সময় সিনিয়র কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছালে অভিযান শুরু হয়। অভিযান শুরুর পর গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে।
বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, মে ১২, ২০১৭
এসএস/আইএ