শুক্রবার (১২ মে) সকালে মরেদহটি লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
এর আগে বৃহস্পতিবার (১১ মে) দিনগত রাতে নিজ বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সামিউল ইসলাম শাহরুখ লালমনিরহাট শহরের বসুন্ধরা এলাকার অবসরপ্রাপ্ত সেনা সদস্য জাহিদুল ইসলামের ছেলে। সে লালমনিরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির বিল্ডিং ট্রেডের ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানান, পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে বৃহস্পতিবার (১১ মে) রাতে নিজ ঘরে বিছানার চাদর গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে সামিউল ইসলাম শাহরুখ।
ঘর থেকে তার কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখে পুলিশে খবর দেয় পরিবারের লোকজন।
লালমনিরহাট সদর থানার উপ পরিদর্শক (এসআই) সেলিম রেজা বাংলানিউজকে জানান, স্থানীয়দের থেকে পাওয়া খবরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তবে শাহরুখের বন্ধুরা জানায়, পরিবারের অনুশাসনকে সে বিরক্তিকর ও নির্যাতন বলে মনে করতো। এ কারণে সে আত্মহত্যা করে থাকতে পারে।
সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, মে ১২, ২০১৭
আরএ