ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

সুন্দরবনে দেড় হাজার মিটার কারেন্ট জাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৯ ঘণ্টা, মে ১২, ২০১৭
সুন্দরবনে দেড় হাজার মিটার কারেন্ট জাল জব্দ

সাতক্ষীরা: সুন্দরবনে অভিযান চালিয়ে দেড় হাজার মিটার ব্যবহার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ডের সদস্যরা।

শুক্রবার (১২ মে) সকাল সাড়ে ১০টার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মড়গাং নদী থেকে এ জাল জব্দ করা হয়। তবে, এ সময় কোনো জেলেকে আটক করা সম্ভব হয়নি।

কোস্ট গার্ডের কৈখালী ক্যাম্পের পেটি অফিসার সাফিকুর রহমান বাংলানিউজকে জানান, সুন্দরবনে নিরাপত্তা টহল দেওয়ার সময় দেড় হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। আটককৃত  জালের দাম প্রায় ২ লাখ ২৫ হাজার টাকা। পরে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ফেলা হয়।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, মে ১২, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।