শুক্রবার (১২ মে) সকাল সাড়ে ১০টার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মড়গাং নদী থেকে এ জাল জব্দ করা হয়। তবে, এ সময় কোনো জেলেকে আটক করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ডের কৈখালী ক্যাম্পের পেটি অফিসার সাফিকুর রহমান বাংলানিউজকে জানান, সুন্দরবনে নিরাপত্তা টহল দেওয়ার সময় দেড় হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। আটককৃত জালের দাম প্রায় ২ লাখ ২৫ হাজার টাকা। পরে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ফেলা হয়।
বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, মে ১২, ২০১৭
আরএ