শুক্রবার (১২ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বজলুর রহমান বজলুর নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- পোশাক শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. তৌহিদুর রহমান, জাতীয় গার্মেন্টস শ্রমিক জোটের সভাপতি মাহতাব উদ্দিন সহিদ প্রমুখ।
বক্তারা বলেন- হাওরাঞ্চলের ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার অজুহাতে রমজান মাসকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা চালসহ বিভিন্ন পণ্যের মূল্য বৃদ্ধি করেছেন। এভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি করায় ভয়াবহ পরিস্থিতি ধারণ করছে। যা শ্রমজীবী বা স্বল্প আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।
দ্রব্যমূল্য বৃদ্ধির এমন পরিস্থিতি থেকে বের হতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন বক্তারা।
মানববন্ধন শেষে লাল পতাকা মিছিল করেন সংগঠনের নেতারা।
বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, মে ১২, ২০১৭
এমসি/আরআইএস/বিএস