ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

মাধবপুরে অপহৃত কিশোরী ঢাকা থেকে উদ্ধার, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৬ ঘণ্টা, মে ১২, ২০১৭
মাধবপুরে অপহৃত কিশোরী ঢাকা থেকে উদ্ধার, আটক ২

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলা থেকে অপহরণ হওয়ার তিনদিন পর শারমিন আক্তার (১৪) নামে এক কিশোরীকে ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ মে) দিনগত গভীর রাতে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার যাত্রাবাড়ী এলাকার একটি বাসা থেকে শারমিনকে উদ্ধার করা হয়।

মামলার বিবরণে জানা গেছে, মঙ্গলবার (৯ মে) দুপুর ১২টায় মাধবপুর পৌর শহরের বাসিন্দা রেজন আলীর মেয়ে শারমীন অপহরণের শিকার হয়।

এ বিষয়ে অপহৃতের বড় ভাই মোহাম্মদ আলী বাদী হয়ে সন্দেহভাজন ৬ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) আকতারুজ্জামান পুরাতন গরুবাজার এলাকার হাকিম মিয়া (৩০) ও তার স্ত্রী পান্না বেগমকে (২৫) গ্রেফতার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ বাংলানিউজকে জানান, উদ্ধারকৃত কিশোরীর ডাক্তারি পরীক্ষা ও ২২ ধারা জবানবন্দি গ্রহণের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। অপহরণের সঙ্গে সংশ্লিষ্টদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, মে ১২, ২০১৭
আরএ

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ