বৃহস্পতিবার (১১ মে) দিনগত গভীর রাতে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার যাত্রাবাড়ী এলাকার একটি বাসা থেকে শারমিনকে উদ্ধার করা হয়।
মামলার বিবরণে জানা গেছে, মঙ্গলবার (৯ মে) দুপুর ১২টায় মাধবপুর পৌর শহরের বাসিন্দা রেজন আলীর মেয়ে শারমীন অপহরণের শিকার হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) আকতারুজ্জামান পুরাতন গরুবাজার এলাকার হাকিম মিয়া (৩০) ও তার স্ত্রী পান্না বেগমকে (২৫) গ্রেফতার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ বাংলানিউজকে জানান, উদ্ধারকৃত কিশোরীর ডাক্তারি পরীক্ষা ও ২২ ধারা জবানবন্দি গ্রহণের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। অপহরণের সঙ্গে সংশ্লিষ্টদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, মে ১২, ২০১৭
আরএ