ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

নাসিরনগরের চেয়ারম্যান আঁখি জামিনে মুক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৫ ঘণ্টা, মে ১২, ২০১৭
নাসিরনগরের চেয়ারম্যান আঁখি জামিনে মুক্ত

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলার ঘটনায় হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখি উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিন পেয়েছেন।

গ্রেফতারের চার মাস পর (৫ জানুয়ারি) তিনি বৃহস্পতিবার (১১ মে) ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে বেরিয়ে আসেন।

কারাগারের জেলার নূরুন্নবী ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১৩ মার্চ বিচারপতি নাঈমা হায়দার ও আবু তাহের মো. সাইফুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। তবে আঁখির বিরুদ্ধে দায়ের হওয়া মামলার নম্বর ও ধারা বিভ্রাটের কারণে তিনি দীর্ঘ বিলম্বে কারামুক্ত হন।

গত ৫ জানুয়ারি বিকেল ৩টায় রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরদিন শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মে ১২, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।