গ্রাম ও জেলা শহর থেকে যারা আসছেন তারা স্থায়ীই হয়ে যাচ্ছেন এই শহরে। এতে বেড়েই চলেছে ঢাকা ও এর আশপাশের এলাকার (মেগাসিটি) জনসংখ্যা।
জাতিসংঘের আবাস জরিপ থেকে সম্প্রতি এ তথ্য পাওয়া গেছে। যা প্রকাশিত হয়েছে ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানেও। যাতে বলা হয়েছে, পৃথিবীর সবচেয়ে ঘনবসতির শহর ঢাকা।
চলতি বছরের হিসেবে এই তথ্য বের করেছে জাতিসংঘ। দ্বিতীয়তে রয়েছে ভারতের বাণিজ্যিক নগরী মুম্বাই; প্রতি বর্গকিলোমিটারে ৩২ হাজার ৪০০ জনের বেশি।
উত্তর আমেরিকার মধ্যে নিউ ইয়র্ক সিটি হচ্ছে সবচেয়ে ঘনবসতির।
গত বছরই ইউএনএফপিএর এক প্রতিবেদনে বলা হয়, পৃথিবীর মেগাসিটিগুলোর মধ্যে ঢাকার জনঘনত্ব সবচেয়ে বেশি। প্রতি বর্গকিলোমিটারে ৪৩ হাজার ৫০০ মানুষ বাস করেন; বছর ঘুরতেই যা বাড়লো হাজার খানেক।
বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, মে ১২, ২০১৭
আইএ