শুক্রবার (১২ মে) দুপুরে উপজেলার কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের (৩শ’ ফুট) ভুইয়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম নরসিংদী জেলার মাধবদী এলাকার সাত্তার মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর ইকবাল হোসেন বাংলানিউজকে জানান, ১০ থেকে ১২ জন যাত্রী নিয়ে একটি পিকআপভ্যান ঢাকার দিকে যাচ্ছিল।
দুপুরে কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের (৩শ’ ফুট) ভুইয়াবাড়ী এলাকায় পৌঁছুলে পিকআপ ভ্যানের একটি চাকা পাংচার হয়ে যায়। এতে পিকআপ ভ্যানটি উল্টে গেলে ভ্যানে থাকা অন্তত নয়জন আহত হন।
আহতদের উদ্ধার করে আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক আবুল কালামকে মৃত ঘোষণা করেন। এদের মধ্যে গুরুতর কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, মে ১২, ২০১৭
আরএ