শুক্রবার (১২ মে) দুপুর দেড়টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে উপজেলার চান্দাইকোনা বাজারের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের টিম লিডার আব্দুস সালাম জানান, পাবনা থেকে বগুড়াগামী যাত্রীবাহী একটি বাস বগুড়া-নগরবাড়ী মহাসড়কে উপজেলার চান্দাইকোনা বাজারের দক্ষিণ পাশে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি খাদে পড়ে যায়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, দুর্ঘটনার খবর শুনে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মে ১২, ২০১৭
আরএ