ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

বগুড়ায় বাসচাপায় অটোরিকশা চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৮ ঘণ্টা, মে ১২, ২০১৭
বগুড়ায় বাসচাপায় অটোরিকশা চালক নিহত

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় বাসের চাপায় আবু সাঈদ (৩৫) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন।

শুক্রবার (১২ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মহিপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সাঈদ উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর বারোইপাড়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে।


 
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সোহেল রানা বাংলানিউজকে বলেন, দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা নাবিল এন্টারপ্রাইজের (ঢাকা মেট্রো-ব-১৪-৫৬৮৮) ওই বাস মহিপুর বাজার এলাকায় এসে নিয়ন্ত্রণ মহাসড়কের পাশে উল্টে যায়। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার সময় পাশে থাকা ওই অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান সাঈদ।

দুঘর্টনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে বলেও জানান সোহেল রানা।
 
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মে ১২, ২০১৭
এমবিএইচ/আরআইএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।