শুক্রবার (১২ মে) দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি এলাকার পদ্মা সেতুর সার্ভিস এরিয়া-১ এর সভা কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, আর অল্প কিছুদিনের মধ্যেই সেতুর পিলারের ওপর স্প্যান বসানোর কাজ শুরু হবে।
তিনি আরও বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করে বিশ্ববাসীর কাছে প্রধানমন্ত্রী বাঙালি জাতিকে সম্মানিত করেছেন। যথাসময়ে পদ্মা সেতু উদ্বোধন করা হবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
এসময় পদ্মা সেতু প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, মে ১২, ২০১৭
আরবি/