শুক্রবার (১২ মে) দুপুর ২টার দিকে ঢাক-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সিরাজ শরিয়তপুরের নরিয়া উপজেলার সর্দারকান্দী গ্রামের কালু মিয়ার ছেলে।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, দুপুরে মিরাপুর এলাকায় সিলেটগামী তেলবাহী লরি সঙ্গে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্স চালক সিরাজ নিহত হন। এসময় উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, মে ১২, ২০১৭
আরবি/