ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

স্বামীকে কুপিয়ে পালানোর সময় স্ত্রী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, মে ১২, ২০১৭
স্বামীকে কুপিয়ে পালানোর সময় স্ত্রী আটক

ধামরাই, ঢাকা: ঢাকার ধামরাই পৌরসভার কুমরাইল মহল্লায় হত্যার উদ্দেশে স্বামী বিপ্লবকে (২৬) ধারালো বটি দিয়ে কুপিয়ে পালিয়ে যাওয়ার সময় বীথি (২২) নামে এক গৃহবধূকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

শুক্রবার (১২ মে) ভোরে এ ঘটনা ঘটে।

আহত বিপ্লব কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটা গ্রামের সোবহান মিয়ার ছেলে।

বীথি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার তালুকনগর গ্রামের ইনজাল হোসেনের মেয়ে।

বীথি সাভারের নয়ারহাট এলাকার ‘স্টারলিংক’ আর বিপ্লব ধামরাইয়ের ঢুলিভিটার ‘স্নোটেক্স’ নামক পোষাক তৈরি কারখানায় চাকরি করেন। চাকরি সূত্রে তারা দু’জনে দুই এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন।  
 
এলাকাবাসী বাংলানিউজকে জানান, বিয়ের কয়েক মাস পরেই বনিবনা না হওয়ায় বীথির সঙ্গে বিপ্লবের তালাক হয়ে যায়। একপর্যায়ে আবার তাদের বিয়ে হয়। কিন্ত‍ু বিয়ের হলেও বিপ্লব মাঝেমধ্যে বীথির কাছে আসতেন। এ অবস্থায় বীথি জানতে পারেন বিপ্লবের আগের স্ত্রী ও সন্তান রয়েছে। এ খবর জানার পর বীথি স্ত্রীর দাবি নিয়ে বৃহস্পতিবার রাতে বিপ্লবের বাসায় যান। এ নিয়ে রাতে দু’জনের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বীথি ক্ষিপ্ত হয়ে রান্না ঘরের ধারালো বটি দিয়ে বিপ্লবকে কুপিয়ে জখম করে। এসময় বিপ্লবের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে বীথিকে আটক করে।
 
ধামরাই থানার উপ পরিদর্শক (এস আই) ভজন রায় ও অপূর্ব দাস বাংলানিউজকে জানান, হত্যার উদ্দেশে ব্যবহৃত একটি বটি জব্দ উদ্ধার করা হয়েছে। বিপ্লবকে আশঙ্কাজনক অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, মে ১২, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।