শুক্রবার (১২ মে) বেলা ১১টায় রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন ঢামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন ঢামেক শাখার সভাপতি মো. কামাল হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান জুয়েলসহ সংগঠনের নেত্রী ও সাধারণ নার্সরা।
ঢামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান কর্মসূচির উদ্বোধনের পর বলেন, ঢামেক শাখার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি একটি প্রশংসনীয় উদ্যোগ। এ প্রোগ্রামে এসে নিজেকে গর্বিত মনে হচ্ছে। নার্সরা এখন অনেক ভালো কাজ করছেন। ভবিষ্যতে এ ধরনের কাজে সহযোগিতা করা হবে।
বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন ঢামেক শাখার সভাপতি মো. কামাল হোসেন জানান, বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচি চলবে।
বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, মে ১২, ২০১৭
এজেডএস/জেডএস