ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর সমাধিতে স্বতন্ত্র এমপি ও সচিবদের শ্রদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, মে ১২, ২০১৭
বঙ্গবন্ধুর সমাধিতে স্বতন্ত্র এমপি ও সচিবদের শ্রদ্ধা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর মোনাজাত করছেন ৯ এমপি। ছবি: বাংলানিউজ

গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সদ্য আওয়ামী লীগে যোগ দেওয়া নয় স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি)। বিভিন্ন মন্ত্রণালয়ের তিন নতুন সচিবও শ্রদ্ধা নিবেদন করেছেন জাতির জনকের সমাধিতে।

শুক্রবার (১২ মে) বেলা সাড়ে ১১টার দিকে এমপিরা বঙ্গবন্ধুর সমাধির বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

 

শ্রদ্ধা নিবেদনকারী এমপিরা হলেন কুমিল্লা-৩ আসনের ইউসুফ আব্দুল্লাহ হারুন, কুমিল্লা-৪ আসনের রাজী মো. ফখরুল, গাইবান্ধা-৪ আসনের মো. আবুল কালাম আজাদ, নওগাঁ-৩ আসনের মো. ছলিমউদ্দিন তরফদার, কুষ্টিয়া-১ আসনের মো. রেজাউল হক চৌধুরী, যশোর-৫ আসনের স্বপন ভট্টাচার্য, নরসিংদী-২ আসনের কামরুল ‍আশরাফ খান, নরসিংদী-৩ আসনের সিরাজুল ইসলাম মোল্লা ও মৌলভীবাজার-২ আসনের আবদুল মতিন।

পরে তারা বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এর আগে, বেলা ১১টার দিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মাফরুহা সুলতানা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব অপরূপ চৌধুরী ও রেল মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। তারপর তারা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, মে ১২, ২০১৭/আপডেট ১৯৪১ ঘণ্টা
আরবি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ