শুক্রবার (১২ মে) বেলা সাড়ে ১১টার দিকে এমপিরা বঙ্গবন্ধুর সমাধির বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
শ্রদ্ধা নিবেদনকারী এমপিরা হলেন কুমিল্লা-৩ আসনের ইউসুফ আব্দুল্লাহ হারুন, কুমিল্লা-৪ আসনের রাজী মো. ফখরুল, গাইবান্ধা-৪ আসনের মো. আবুল কালাম আজাদ, নওগাঁ-৩ আসনের মো. ছলিমউদ্দিন তরফদার, কুষ্টিয়া-১ আসনের মো. রেজাউল হক চৌধুরী, যশোর-৫ আসনের স্বপন ভট্টাচার্য, নরসিংদী-২ আসনের কামরুল আশরাফ খান, নরসিংদী-৩ আসনের সিরাজুল ইসলাম মোল্লা ও মৌলভীবাজার-২ আসনের আবদুল মতিন।
পরে তারা বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এর আগে, বেলা ১১টার দিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মাফরুহা সুলতানা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব অপরূপ চৌধুরী ও রেল মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। তারপর তারা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, মে ১২, ২০১৭/আপডেট ১৯৪১ ঘণ্টা
আরবি/এইচএ/